ঝিনাইদহে স্ত্রী পারুল হত্যার দায়ে স্বামী মো: মতিয়ার রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা, আনাদায়ে আরো এক বছরের বিনাশ্রাম কারাদণ্ড প্রদান করেছে আদালত।
বুধবার ঝিনাইদহের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো: এমবান হোসেন চৌধুরী এ দণ্ডাদেশ প্রদান করেন।
কারাদন্ডাদেশপ্রাপ্ত মতিয়ার কালীগঞ্জ উপজেলার চাদবা গ্রামের মৃত নজের আলী মণ্ডলের ছেলে।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ১০ আগস্ট গভীর রাতে কথা কাটাকাটির একপর্যায়ে নিহতের স্বামী আসামি মতিয়ার রহমান লোহার শাবল দিয়ে স্ত্রী পারুলাকে নিজ বসতঘরের বারান্দায় মাথায় আঘাত করে ঘটনাস্থলে হত্যা করেন। এ ঘটনায় নিহতের বাবা ইসাহাক মন্ডল বাদি হয়ে কালীগঞ্জ থানায় একটি হত্যামামলা দায়ের করেন। সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত পেনাল কোডের ৩০২ ধারায় এই দণ্ডাদেশ প্রদান করেন। একমাত্র আসামি মতিয়ারকে জেল আজতে প্রেরণ করা হয়।
রাষ্ট্র পক্ষের পিপি এস.এম. মশিয়ুর রহমান এবং আসামি পক্ষের সাবেক পিপি ইসমাইল হোসেন ও আকলিমা ইয়াসমীন মামলাটি পরিচালনা করেন।



