তাহিরপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা
সুনামগঞ্জের হাওর বেষ্টিত তাহিরপুর উপজেলায় এই প্রথমবারের মতো নির্মিত হলো আধুনিক ও দৃষ্টি নন্দিত শিশুপার্ক।
বুধবার (১৩ আগস্ট) বিকেল ৪টার দিকে নবনির্মিত এই শিশুপার্কের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মো: ইলিয়াস আলী।
উপজেলা সদরের প্রাণকেন্দ্রে নির্মিত এই শিশুপার্ক উদ্বোধনের মধ্য দিয়ে হাওর জনপদের শিশুদের জন্য বিনোদনের একটি নতুন দিগন্তের সূচনা হলো।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, ‘তাহিরপুরে যাহা আছে,অন্য কোনো উপজেলায় এমন প্রাকৃতিক সৌন্দর্য নাই।’
তিনি আরো বলেন, ‘হাওর এলাকার শিশুদের জন্য এই পার্ক একটি বিশেষ উদ্যোগ। খেলাধুলা ও মানসিক বিকাশে শিশুদের সহায়ক হবে।’
সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মো: ইলিয়াস আলী, উদ্বোধন শেষে বৃক্ষ রোপণ করেন।
তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও আবুল হাসেমের তত্ত্বাবধানে নির্মিত পার্কটিতে শিশুদের জন্য বিভিন্ন দোলনা, স্লাইড, বসার স্থান ও খোলা পরিবেশে চারদিকে শিশুদের হাঁটার ব্যবস্থা রাখা হয়েছে।
তোজ্জামিল আহমেদ নাসরুম বলেন, ‘এটি হাওর অঞ্চলের মধ্যে প্রথম কোনো সরকারি উদ্যোগে গড়ে ওঠা শিশুবান্ধব পার্ক- যা এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ ও প্রশংসা কুড়িয়েছে ‘
শিশু পার্কে রয়েছে একটি রেললাইন, দোলনা ড্রাগন এর প্রতিকৃতি জাম্পিং প্রবৃত্তিসহ ১১টি আইটেম।
এসময় উপস্থিত ছিলেন- তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও আবুল হাসেম, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য কৃষক দলের আহ্বায়ক (সম্ভাব্য) সংসদ সদস্য প্রার্থী আনিসুল হক, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক বাদল মিয়া, সিনিয়র-যুগ্ম আহ্বায়ক সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমদ মুরাদ, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহীন মেম্বার, জেলা বিএনপির সাবেক নেতা ভাষ্কর রায়, সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তোজ্জামিল আহমেদ নাসরুম, উপজেলা ছাত্রদলের সভাপতি রাসেল ও প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়াসহ শিক্ষক শিক্ষার্থী প্রমুখ।