ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জকে সংযুক্ত করে এমআরটি-২ প্রকল্পের রূপরেখা সংশোধন এবং মেট্রোরেল লাইন মুন্সীগঞ্জের মুক্তারপুর পর্যন্ত সম্প্রসারণের দাবিতে মুন্সীগঞ্জে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর) সকালে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে ‘মুন্সীগঞ্জ মেট্রোরেল বাস্তবায়ন পরিষদের’ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, রাজধানী ঢাকা থেকে মাত্র ২২ কিলোমিটার দূরে অবস্থিত মুন্সীগঞ্জ জেলা দীর্ঘদিন ধরে নাজুক যোগাযোগ ব্যবস্থার কারণে ভয়াবহ ভোগান্তির শিকার। প্রতিদিন ঢাকায় যাতায়াতে চার-পাঁচ ঘণ্টা সময় নষ্ট হওয়ায় কর্মজীবী মানুষদের পাশাপাশি শিক্ষার্থী, ব্যবসায়ী ও রোগীদের ভোগান্তি চরমে উঠেছে। মেট্রোরেল সম্প্রসারণ বাস্তবায়িত হলে দ্রুত সময়ে ঢাকায় যাওয়া যাবে এবং রাজধানীর ওপর জনসংখ্যার চাপও উল্লেখযোগ্যভাবে কমে আসবে। এতে মুন্সীগঞ্জের অর্থনীতি, স্বাস্থ্যসেবা ও সামগ্রিক উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
তারা আরো বলেন, মুন্সীগঞ্জ সদর, টঙ্গীবাড়ি, সিরাজদিখানের একাংশসহ মাদারীপুর ও শরীয়তপুরের লক্ষাধিক মানুষের কথা চিন্তা করে মেট্রোরেল সংযোগের যৌক্তিকতা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি। দাবি বাস্তবায়নে প্রয়োজনে আরো জোরাল কর্মসূচির ঘোষণা দেয়া হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন মেট্রোরেল বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ। বক্তব্য রাখেন সদস্য সচিব ব্যাংকার মো: সিরাজুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মুজিবুর রহমান, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ভুঁইয়া, সিনিয়র সাংবাদিক মীর নাসিরউদ্দিন উজ্জল, নিসচা (নিরাপদ সড়ক চাই) সভাপতি আতিকুর রহমান টিপু, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান পরিষদের সভাপতি মো: মাহবুবুর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষক, ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীরা।
এছাড়া একই দাবিতে মুক্তারপুর সেতু, জেলা প্রশাসক কার্যালয়সহ শহরের বিভিন্ন স্থানে পৃথক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এর আগে ৫ নভেম্বর জেলা প্রশাসকের মাধ্যমে এই দাবিতে যোগাযোগ উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।



