সিলেটে হবিগঞ্জ-মৌলভীবাজার রুটে ২ দিন ধরে বাস চলাচল বন্ধ

‘যাত্রীসেবার মান বাড়ানোর লক্ষে তারা সিলেট-ঢাকা মহাসড়কে নতুন মিনিবাস সার্ভিস চালু করেছেন। এ বাস চলাচল করতে দিচ্ছেন না হবিগঞ্জ বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতারা। কী কারণে বাধা দেয়া হচ্ছে- সেটি পরিষ্কার নয়।’

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেটে হবিগঞ্জ-মৌলভীবাজার রুটে ২ দিন ধরে বাস চলাচল বন্ধ
সিলেটে হবিগঞ্জ-মৌলভীবাজার রুটে ২ দিন ধরে বাস চলাচল বন্ধ |নয়া দিগন্ত

নতুন মিনিবাস চলাচল নিয়ে বিরোধকে কেন্দ্র করে সিলেট-হবিগঞ্জ-মৌলভীবাজার রুটে দুই দিন ধরে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে। বিশেষ করে ঈদ শেষে কর্মস্থলে ফেরার অপেক্ষায় থাকা যাত্রীরা পড়েছেন বিপাকে। সিলেট-ঢাকা মহাসড়কে নতুন মিনিবাস চলাচল নিয়ে পরিবহন শ্রমিক নেতাদের মধ্যেই মূলত এই বিরোধ।

মঙ্গলবার সকাল থেকে বুধবার (১১ জুন) বিকেল পর্যন্ত বাস ভাঙচুরের আশঙ্কায় এ রুটে কোনো বাস চলাচল করেনি।

হবিগঞ্জ বাস মালিক সমিতি সূত্রে জানা গেছে- মৌলভীবাজার জেলা শ্রমিক ইউনিয়নের নেতারা সিলেট-ঢাকা মহাসড়কের শেরপুর থেকে হবিগঞ্জের মাধবপুর পর্যন্ত নতুন যাত্রীবাহী মিনিবাস সার্ভিস চালু করেন। গত সোমবার একটি মিনিবাস যাত্রী নিয়ে শায়েস্তাগঞ্জ এলে এতে বাধা দেন হবিগঞ্জ জেলা বাস মালিক সমিতি ও জেলা শ্রমিক ইউনিয়নের লোকজন।

তাদের বক্তব্য, ‘এ রুটে নতুনভাবে মিনিবাস চলাচলের কোনো অনুমোদন নেই। অন্যায়ভাবে নতুন মিনিবাস চালু করা হয়েছে। এ ছাড়া রুটটিতে নিয়মিত যাত্রীবাহী বাস চলাচল করছে। রুটটিতে অতিরিক্ত বাস সংযুক্ত করার সুযোগ নেই।’ বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে বাক-বিতণ্ডা হয়।

অপরদিকে সিলেট-হবিগঞ্জ-মৌলভীবাজার আঞ্চলিক রুটে চলাচলকারী বাসগুলোকে মৌলভীবাজারের ওপর দিয়ে চলাচল করতে দিচ্ছেন না জেলার বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের লোকজন। বাস ভাঙচুরের আশঙ্কায় মঙ্গলবার সকাল থেকে বুধবার বিকেল পর্যন্ত এ রুটে কোনো বাস চলাচল করেনি। এতে হবিগঞ্জ ও মৌলভীবাজারের যাত্রীরা বেশ দুর্ভোগে পড়েছেন। অনেকে বাসস্ট্যান্ডে এসে বাস চলাচল বন্ধের বিষয়টি জানতে পারছেন।

হবিগঞ্জ বাস মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোহেল আহমেদ বলেন, ‘সিলেট-ঢাকা মহাসড়কের শেরপুর থেকে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় নতুন মিনিবাস সার্ভিস চালু করেছেন মৌলভীবাজার শ্রমিক ইউনিয়নের কয়েকজন নেতা। তারা নিয়মনীতি না মেনেই এ বাস সার্ভিস চালু করেন। এতে আমরা হবিগঞ্জ বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের লোকজন এ অন্যায়ের প্রতিবাদ করি। এ প্রতিবাদের কারণে মৌলভীবাজারের শ্রমিকেরা হবিগঞ্জের বাসগুলোকে তাদের এলাকা দিয়ে যেতে দিচ্ছেন না।’

মৌলভীবাজার শ্রমিক ইউনিয়ন বাস লাইন সভাপতি কুতুব মিয়া বলেন, ‘যাত্রীসেবার মান বাড়ানোর লক্ষে তারা সিলেট-ঢাকা মহাসড়কে নতুন মিনিবাস সার্ভিস চালু করেছেন। এ বাস চলাচল করতে দিচ্ছেন না হবিগঞ্জ বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতারা। কী কারণে বাধা দেয়া হচ্ছে- সেটি পরিষ্কার নয়।’

এ বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সিলেট বিভাগীয় সভাপতি ময়নুল ইসলাম দৈনিক নয়া দিগন্তকে বলেন, ‘মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা দুই শ্রমিক ইউনিয়নের মধ্যে একটি সমস্যা চলছে। বিষয়টি দুই জেলার শীর্ষস্থানীয় পরিবহন শ্রমিক নেতারা সমাধানের চেষ্টা করছেন। তাই ফেডারেশনের বিভাগীয় নেতাদেরকে এ ব্যাপারে অবহিত করা হচ্ছে না। তাই আমরা ব্যবস্থা নিতে পারছি না। আশা করছি দ্রুততম সময়ের মধ্যেই তারা নিজেদের মধ্যকার বিরোধ নিষ্পত্তি করে ফেলবেন।’