নারায়ণগঞ্জে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

ভবিষ্যতেও প্রত্যন্ত অঞ্চলে মানুষদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা পৌঁছে দিতে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ এই মেডিক্যাল ক্যাম্পেইন চলমান থাকবে।

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

Location :

Narayanganj
বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছে সেনাবাহিনী
বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছে সেনাবাহিনী |নয়া দিগন্ত

নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায়, ৯-আর্টিলারি ব্রিগেড-এর তত্ত্বাবধানে পাঁচ শতাধিকেরও বেশি অসহায় ও দুঃস্থ মানুষদেরকে দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।

বুধবার (২৫ জুন) সকাল ৮টা থেকে উপজেলার মাহমুদপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে এই চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় সকল দুঃস্থ রোগীদের মধ্যে বিনামূল্যে ঔষধ ও চশমা বিতরণ করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী আয়োজিত বিশেষ এই মেডিক্যাল ক্যাম্পেইনে বাংলাদেশ সেনাবাহিনীর চক্ষু বিশেষজ্ঞ ডা: মেজর কানিজ ফাতেমা এবং মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন নিশাত ও ক্যাপ্টেন মুবিন, দুঃস্থ ও অসহায় মানুষদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।

উক্ত চিকিৎসা সেবার কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে ৯-আর্টিলারি ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহিদ হোসেন, পিএসসিসহ সেনাবাহিনীর বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তারা এই মেডিক্যাল ক্যাম্পেইন পরিদর্শন করেন।

এ সময় মেডিক্যাল ক্যাম্পেইনে চিকিৎসা সেবাপ্রাপ্ত রোগী এবং এলাকার মানুষজন বাংলাদেশ সেনাবাহিনীর মানব কল্যাণমূলক এই কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

ভবিষ্যতেও প্রত্যন্ত অঞ্চলে দুঃস্থ ও অসহায় মানুষদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ এই মেডিক্যাল ক্যাম্পেইন চলমান থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়।