ফরিদপুরে নেতাকর্মীদের বাড়িতে পুলিশি অভিযানের নিন্দা মহিলা দল নেত্রীর

এ ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ

হারুন আনসারী, ফরিদপুর

Location :

Faridpur
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন চৌধুরী নায়াব ইউসুফ
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন চৌধুরী নায়াব ইউসুফ |নয়া দিগন্ত

জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ বলেছেন, ‘ফরিদপুরের মাটিতে নতুন রূপে ফ্যাসিস্ট আওয়ামী দুঃশাসনের আমল শুরু হয়েছে। গত দু’দিন ধরে বিএনপির নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে পুলিশের অভিযান চালানো হচ্ছে। নেতাকর্মীদের ভয়ভীতি দেখিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিবৃত করাই তাদের উদ্দেশ্য।

এ ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।’

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে ফরিদপুর প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চৌধুরী নায়াব ইউসুফ এ অভিযোগ করেন।

নায়াব ইউসুফ বলেন, ‘গত রোববার পরমানন্দপুর বাজারে পূর্বঘোষিত ৩১ দফার প্রচারপত্র বিতরণের সময় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের চিহ্নিত সন্ত্রাসীদের নিয়ে এ কে আজাদ সেখানে উপস্থিত হন। এ সময় তারা আপত্তিকর ভাষা ও স্লোগান দিয়ে আমাদের নেতাকর্মীদের উপর চড়াও হয়। এতে স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে তাদের ঘটনাস্থলে অবরুদ্ধ করার চেষ্টা করা হয়। এ সময় সেখানে থাকা বিএনপি নেতাকর্মী ও প্রশাসনের সাহায্যে এ কে আজাদসহ তার সফরসঙ্গীরা ঘটনাস্থল ত্যাগ করার সময় একটি বালক ছেলে (যে আমাদের দলের কেউ না) আখ বা স্থানীয় গেন্ডারী দিয়ে গাড়িতে একটি হালকা আঘাত করলে সাথে সাথে আমাদের নেতাকর্মীরা তাকে নিবৃত করে ওই গাড়িটিকে সেই স্থান ত্যাগ করার সুযোগ করে দেয়।’

তিনি বলেন, ‘আমি হতভম্ব হয়ে যাই যখন শুনি এ ঘটনায় আমাকে দোষারোপ করে ও মিথ্যা অপপ্রচার করে সাধারণ জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এটি তার নিছক একটি নির্বাচনী অপকৌশল। মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যেপ্রণোদিত কথা বলে জনগণের মধ্যে আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।’

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সদস্য সচিব কিবরিয়া স্বপন, যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, আলী আশরাফ নান্নু, মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি, যুগ্ম আহ্বায়ক এ বি সিদ্দিকী মিতুল, রশিদুল ইসলাম লিটন, আজম খানসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনের পর এ কে আজাদের বিরুদ্ধে ঝাড়ুমিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।