চৌদ্দগ্রাম জামায়াতের মহিলা সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াত ইসলামী চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের উদ্যোগে শনিবার(২৯ নভেম্বর) বিকেলে নির্বাচনী মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা

Location :

Chauddagram
চৌদ্দগ্রাম জামায়াতের মহিলা সমাবেশ অনুষ্ঠিত
চৌদ্দগ্রাম জামায়াতের মহিলা সমাবেশ অনুষ্ঠিত |নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াত ইসলামী চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের উদ্যোগে নির্বাচনী মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(২৯ নভেম্বর) বিকেলে সারপটি কেন্দ্রের এ সমাবেশে সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম উপজেলা মহিলা জামায়াতের সেক্রেটারি রেহানা আক্তার রানু।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির মু. মাহফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও এ প্লাস গ্রুপের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ ভূইয়া নঈম।

বক্তব্য রাখেন চিওড়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হুমায়ুন কবির সুজন, জামায়াত নেতা মেজবাহ উদ্দিন চৌধুরী নয়ন, সারপটি নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন মুজাহিদ, আনোয়ার হোসেন, জামায়াতের ৮নম্বর ওয়ার্ড সভাপতি মোবারক হোসেন সাগর, জামায়াত নেতা হাফেজ রফিকুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথি বলেন, মহান আল্লাহ নারীদের মর্যাদা বৃদ্ধি করেছেন। আর মর্যাদাবান মা বোনেরা বেশী বেশী এগিয়ে আসলে কুরআনের সমাজ প্রতিষ্ঠা সহজ হবে। জামায়াতে ইসলামী সন্ত্রাস, দুর্নীতি মুক্ত ও একটি কল্যাণময় দেশ গড়তে কাজ করে যাচ্ছে।

জনগণ ইতিপূর্বে বহু শাসন দেখেছে, এবার জনগণ সৎ, দক্ষ, যোগ্য ও দুর্নীতিমুক্ত নেতৃত্ব দেখতে চায়। জামায়াতে ইসলামী কুরআন সুন্নাহর আলোকে একদল সৎ দক্ষ ও আল্লাহভীরু লোক তৈরি করছে। তাই সবাইকে জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে আগামীতে জামায়াতে ইসলামীর প্রার্থীকে বিজয়ী করতে হবে।