বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় ৬ দফা দাবি বাস্তবায়নের দাবিতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি পালন করছেন স্বাস্থ্য সহকারীরা।
শনিবার (২০ ডিসেম্বর) সকাল থেকে ঈশ্বরগঞ্জ ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে শান্তিপূর্ণভাবে কর্মসূচিতে অংশ নেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সদস্যরা।
এ সময় নারী-পুরুষ মিলিয়ে উল্লেখযোগ্য সংখ্যক স্বাস্থ্য সহকারী ব্যানার ও সংগঠনের পতাকা হাতে কর্মসূচিতে অংশ নেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে স্বাস্থ্য সহকারীদের ন্যায্য ও যৌক্তিক দাবিগুলো উপেক্ষিত হয়ে আসছে। দ্রুত দাবিগুলো বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচির ঘোষণা দেয়া হবে।
সংগঠনের উপজেলা সভাপতি নূরুল হক বলেন, ‘তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সহকারীরাই শিশুদের মারাত্মক রোগ প্রতিরোধে টিকাদানসহ গুরুত্বপূর্ণ টেকনিক্যাল কাজ করে থাকেন। অথচ এখনো তারা টেকনিক্যাল পদমর্যাদা ও ন্যায্য বেতন কাঠামো থেকে বঞ্চিত। যার ফলে মারাত্মক বৈষম্যের শিকার হচ্ছেন স্বাস্থ্য সহকারীরা।’
উপজেলা শাখার সাবেক সভাপতি আনিসুর রাজ্জাক ভূইঁয়া (খোকন) বলেন, ‘অধিদফতর থেকে প্রস্তাবিত সুপারিশ বাস্তবায়ন ও প্রয়োজনীয় প্রজ্ঞাপন জারি এখন সময়ের দাবি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আমি আশা প্রকাশ করছি, অন্তর্বর্তীকালীন সরকার দেশের প্রায় ২৬ হাজার স্বাস্থ্য সহকারীর যৌক্তিক দাবিগুলো বিবেচনায় নেবে।’
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: জাকির হোসেন বলেন, ‘কর্মবিরতির কারণে কমিউনিটি পর্যায়ে স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বন্ধ রয়েছে টিকাদান কার্যক্রম, ঝুঁকিতে পড়েছে গর্ভবর্তী মা ও শিশুদের স্বাস্থ্যসেবা। দ্রুত সমস্যার সমাধান প্রয়োজন।’



