সুনামগঞ্জে বাসচাপায় বিশ্ববিদ্যালয় ছাত্রীসহ নিহত ৩

বাসের চাপায় সিএনজিটি দুমরে-মুচড়ে যায়। একইসাথে যাত্রীসহ রাস্তার পাশে ছিটকে পরে গাড়িটি।

ইমরান হোসাইন, দিরাই-শাল্লা (সুনামগঞ্জ)

Location :

Sunamganj
বাসের চাপায় দুমরে-মুচড়ে যায় সিএনজিটি
বাসের চাপায় দুমরে-মুচড়ে যায় সিএনজিটি |নয়া দিগন্ত

সুনামগঞ্জে বেপরোয়া গতির বাসের চাপায় সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীসহ তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো তিন যাত্রী।

বুধবার (৬ আগস্ট) দুপুর ১টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের বাহাদুর পুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছাত্রীরা হলেন- সুনামগঞ্জ শহরের পশ্চিম হাজি পাড়ার বাসিন্দা আফসানা আক্তার খুশি (২০) ও শহরের বাসিন্দা স্কুল শিক্ষক বিপুল চক্রবর্তীর মেয়ে স্নেহা চক্রবর্তী (২০) এবং শহরের আলিপাড়া এলাকার শফিকুল ইসলাম (৪৫)।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সুনামগঞ্জ বাস স্টেশন থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি বাস বাহাদুরপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিকে চাপা দেয়। এ সময় সিএনজিটি দুমরে-মুচড়ে যায়। একইসাথে যাত্রীসহ রাস্তার পাশে ছিটকে পরে সিএনজিটি। এতে ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আফসানা ও শফিকুল ইসলামের মৃত্যু হয়। পরে গুরুতর আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থী স্নেহার মৃত্যু হয়।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্রাম আলী নয়া দিগন্তকে বলেন, একটি বাস সিএনজিকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার খবরে শান্তিগঞ্জ পুলিশ চালকসহ বাসটি আটক করেছে।

সুনামগঞ্জ ফায়ার সার্ভিস ডিফেন্স টিম প্রধান এনামুল হক বলেন, দুর্ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থল থেকে দু’জনে লাশ উদ্ধার করেছি। হাসপাতালে নেয়ার পর আরেকজন মারা যাওয়ার খবর পাওয়া গেছে।