খাগড়াছড়িতে মারমা সম্প্রদায়ের সাংগ্রাইয়ের আমেজ শুরু

রোববার (১৩ এপ্রিল) সকালে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠ থেকে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের উদ্যোগে এ শোভাযাত্রা বের করা হয়।

খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়িতে সাংগ্রাইয়ের আমেজ শুরু
খাগড়াছড়িতে সাংগ্রাইয়ের আমেজ শুরু |নয়া দিগন্ত

খাগড়াছড়িতে মারমা সম্প্রদায়ের অন্যতম সামাজিক উৎসব সাংগ্রাইয়ের আমেজ শুরু হয়েছে। রোববার (১৩ এপ্রিল) সকালে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠ থেকে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের উদ্যোগে এ শোভাযাত্রা বের করা হয়।

জানা গেছে, সোমবার (১৪ এপ্রিল) সাংগ্রই শুরু হলেও একদিন আগেই এ উপলক্ষে আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।

খাগড়াছড়ির সাবেক এমপি ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া এ শোভাযাত্রার উদ্বোধন করেন। এ সময় শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আপার পেরাছড়া এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সাংগ্রাইং উপলক্ষে দিনব্যাপী নানা আনুষ্ঠানিকতার উদ্বোধন করা হয়।

এ সময় খাগড়াছড়ির জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার আরেফিন জুয়েল ও মারমা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা ম্রাসাথোয়াই মারমাসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মারমা সম্প্রদায়ের ঐতিহ্য হিসেবে ১৪, ১৫, ১৬ ও ১৭ এপ্রিল মোট চার দিন এই সাংগ্রাই উৎসব পালন করে থাকে। মারমা ভাষায় ১৪ এপ্রিল সাংগ্রাই, ১৫ এপ্রিল আক্যে, ১৬ এপ্রিল আতাদা, ১৭ এপ্রিল আপ্যেং উপদযাপন করা হয়।