ইসলামী ব্যাংক বাংলাদশ পিএলসি নোয়াখালী জোনের উদ্যোগে জোনের অধীন সব শাখা, উপশাখার সব স্তরের নির্বাহী, কর্মকর্তা, কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে দিনব্যাপী প্রীতিমিলনী ও বনভোজন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) জেলার সোনাইমুড়ীর ছাতারপাইয়া এলাকার গ্রিন পার্কে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও স্বাগতিক জোনের প্রধান মো: আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো: ওমর ফারুক খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুর রহমান, ইসলামী ব্যাংক অফিসার কল্যাণ সমিতির সভাপতি এবং ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও অ্যাজেন্ট ব্যাংকিং ডিভিশনের প্রধান আবুল লাইস মো: খালেদ, ইসলামী ব্যাংক অফিসার কল্যাণ সমিতির সেক্রেটারি এবং ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও বিজনেস প্রমোশন অ্যান্ড মার্কেটিং ডিভিশন প্রধান মো: মজনুজ্জামান।
অনুষ্ঠানে ২০২৫ সালে নোয়াখালী জোনের আড়াই হাজার কোটি টাকার নতুন আমানত সংগ্রহ, লক্ষ্যমাত্রার বিপরীতে ১৩৬ শতাংশ মুনাফা অর্জনসহ বিভিন্ন ক্যাটাগরিতে সন্তোষজনক অবস্থানে থাকায় সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন ওমর ফারুক খান।
এছাড়া ২০২৫ সালে ইসলামী ব্যাংকের নতুন আমানত সংগ্রহে ২২ হাজার কোটি টাকার মাইলফলক অর্জন করায় ব্যাংকের সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং স্বপ্নের ব্যাংকের ঘুরে দাঁড়ানোর জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য অনুরোধ জানান তিনি।



