নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার স্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যকারী তরুণী চুনারুঘাট উপজেলার শায়েস্তাগঞ্জ কোটিরগাওয়ের ফাবিহা আক্তারের সর্বোচ্চ শাস্তির দাবিতে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে চুনারুঘাট ও শায়েস্তাগঞ্জের সর্বস্তরের মুসলিম জনতা।
রোববার (১০ নভেম্বর) বাদ আছর শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ হুসাইনিয়া মাদরাসার সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পুরানবাজার এলাকা প্রদক্ষিণ শেষে পুনরায় নতুন ব্রিজ গোলচত্বর ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভে অংশ নেয় বিভিন্ন মসজিদ-মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী, যুবসমাজসহ হাজারো ধর্মপ্রাণ মুসল্লি। পুরো শহরে ‘নবীর অবমাননার বিচার চাই’ স্লোগানে মুখর হয়ে ওঠে পরিবেশ।
সমাবেশে বক্তারা বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অপরাধ কোনোভাবেই ক্ষমার যোগ্য নয়। আমরা সরকারের কাছে দাবি জানাই, অবিলম্বে ফাবিহা আক্তারের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।
আরো বলেন, এই ধরনের ন্যাক্কারজনক কর্মকাণ্ড মুসলিম সমাজে বিভেদ ও ক্ষোভ সৃষ্টি করে। তাই ভবিষ্যতে যেন কেউ এমন করার সাহস না পায়, তার জন্য কঠোর শাস্তির নজির স্থাপন জরুরি।
বক্তারা আরো সতর্ক করে বলেন, ধর্মীয় অনুভূতি নিয়ে ছিনিমিনি খেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। যদি বিচার প্রক্রিয়া বিলম্বিত হয়, তবে আরো কঠোর আন্দোলনের কর্মসূচি দেয়া হবে।
বিক্ষোভ সমাবেশে স্থানীয় ধর্মীয় নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। মুসল্লিরা শান্তিপূর্ণভাবে মিছিল শেষে দোয়া মাহফিলের মাধ্যমে কর্মসূচি শেষ করেন।
বক্তব্য রাখেন- ইব্রাহিম মাসুম, মাওলানা, আলামিন সাইফি, তাজুল ইসলাম মোতালিব, তোফায়েল আহমেদ শাওন, মোনাজাত করেন কোটিরগাও জামে মসজিদের ইমাম মুফতি মোজাহিদ ইসলাম।



