ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে ইসলামী ঐক্যজোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শাইখুল হাদিস মুফতি বুরহান উদ্দিন কাসেমী বলেছেন, আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিসহ বিভিন্ন দলের শাসন জনগণ দেখেছে। কিন্তু মানবরচিত তন্ত্র-মন্ত্রের ভিত্তিতে এসব শাসন ব্যবস্থা মানুষকে শান্তি দিতে পারেনি। তাই জনগণ এখন ইসলামী শাসন দেখতে চায়।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে আশুগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী কওমি ঘরানাসহ সকল ইসলামী দল এবং জামায়াতে ইসলামীর মধ্যে ঐক্য প্রক্রিয়া চলমান রয়েছে। আমি ইসলামী ঐক্যজোটের মনোনীত প্রার্থী হিসেবে প্রক্রিয়াধীন বৃহত্তর জোটেরও মনোনয়ন প্রত্যাশা করি। তবে ইসলামী দলগুলো ঐক্যবদ্ধভাবে যাকেই মনোনয়ন দেবে আমরা তার পক্ষেই কাজ করব, ইনশাআল্লাহ।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মুফতি বুরহান উদ্দিন কাসেমী বলেন, পিআর পদ্ধতির সুবিধা-অসুবিধা নিয়ে ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় কমিটি গবেষণা করছে। এতে জামায়াতে ইসলামীর সাথে ইসলামী দলগুলোর ঐক্যে কোনো বৈরী প্রভাব ফেলবে না।
তিনি বলেন, বৃহৎ ঐক্য এখন সময়ের অপরিহার্য দাবি। কারণ, এ দেশের মানুষ আর কোনো চাঁদাবাজ, দখলদার ও দুর্নীতিবাজদের ক্ষমতায় দেখতে চায় না।
ইসলামী ঐক্যজোট ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আহ্বায়ক শায়খ মেরাজুল হক কাসেমীর সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন জেলা শাখার উপদেষ্টা মুফতি মোশাররফ হোসাইন কাসেমী ও মাওলানা আব্দুল আওয়াল, যুগ্ম আহ্বায়ক মাওলানা জহিরুল ইসলাম, ঐক্যজোট নেতা মাওলানা রিয়াজ মোহাম্মদ খান, মাওলানা হাসম উল্লাহ, মাওলানা মাহতাব উদ্দিন প্রমুখ।
এ সময় আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সেলিম পারভেজের নেতৃত্বে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে মুনাজাত পরিচালনা করেন জেলা শাখার উপদেষ্টা মুফতি মোশাররফ হোসাইন কাসেমী।