চাটমোহরে অন্তঃসত্ত্বা গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, শাশুড়িসহ আটক ২

সৌদি প্রবাসীর অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনায় শাশুড়ি ও তার সৎ ছেলেকে আটক করেছে স্থানীয় জনতা।

মো: নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা)

Location :

Pabna
আটক শাশুড়ি ও তার সৎ ছেলে
আটক শাশুড়ি ও তার সৎ ছেলে |নয়া দিগন্ত

পাবনা চাটমোহরের পল্লীতে সৌদি প্রবাসীর অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনায় শাশুড়ি ও তার সৎ ছেলেকে আটক করেছে স্থানীয় জনতা।

শুক্রবার (২৯ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের আটলংকা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় এলাকাবাসী জানায়, ৩ বছর আগে ওই গ্রামের মরহুম কাসেম আলীর ছেলে সৌদি প্রবাসী মঞ্জিল হোসেনের সাথে শাপলার বিয়ে হয়। মঞ্জিল বিদেশ যাবার পর থেকে শাপলা খাতুনকে মাঝেমধ্যেই নির্যাতন করতো তার শাশুড়ি মনোয়ারা খাতুন এবং তার সৎ ছেলে মো: শিপন হোসেন।

শুক্রবার ৭ মাসের অন্তঃসত্ত্বা শাপলা খাতুনকে তার শাশুড়ি ও সৎ ছেলে শিপন শ্বাসরোধ করে হত্যা করে বিছানায় ফেলে রাখে। বিষয়টি স্থানীয়রা টের পেলে অভিযুক্ত দু’জনকে আটক করে পুলিশে সোপর্দ করে।

এ বিষয়ে চাটমোহর থানার তদন্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার দাস জানান, শাপলার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার সাথে জড়িত মনোয়ারা এবং শিপনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।