তুরাগে প্রতিমা বিসর্জনের সময় নৌকাডুবি: ১ শিশুর লাশ উদ্ধার, অপরজন নিখোঁজ

গাজীপুরের তুরাগ নদে প্রতিমা বিসর্জনের সময় নৌকাডুবিতে দুই শিশু নিখোঁজ হয়। তাদের মধ্যে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর

Location :

Gazipur
গাজীপুর জেলার মানচিত্র
গাজীপুর জেলার মানচিত্র |সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈর তুরাগ নদে প্রতিমা বিসর্জনের সময় নৌকা ডুবে দুই শিশু নিখোঁজ হয়। তাদের মধ্যে অঙ্কিতা রানী নামের দুই বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শুক্রবার (৩ অক্টোবর) সকাল ১০টার দিকে কালিয়াকৈর থেকে লাশটি উদ্ধার করা হয়। এর আগে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে চাপাইর ব্রিজের পশ্চিমে নৌকাটি ডুবে যায়।

অঙ্কিতা রানী কালিয়াকৈর উপজেলার হিজলতলী এলাকার স্বপনের মেয়ে। নিখোঁজ অপর শিশু তন্ময় মনি দাশ (৭) একই এলাকার তাপশের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিসর্জন দেখতে অঙ্কিতা ও তন্ময় পরিবারের সাথে ইঞ্জিনচালিত নৌকায় উঠেছিল। নৌকাটি ব্রিজের পশ্চিম পাশে পৌঁছালে অপর একটি ইঞ্জিনচালিত নৌকার সাথে সংঘর্ষ হয়। এতে তাদের নৌকাটি ডুবে যায়। নৌকায় থাকা অন্যরা সাঁতরে তীরে উঠতে পারলেও ওই দু’শিশু নিখোঁজ হয়।

টঙ্গী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডুবুরি দলের ইনচার্জ ইদ্রিস আলী জানান, শুক্রবার (৩ অক্টোবর) সকাল ৭টা থেকে উদ্ধার অভিযান শুরু হয়। পরে সকাল ১০টার দিকে অঙ্কিতা রানীর লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।