ধামরাইয়ে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

বুধবার সকালে বদরউদ্দিন তার সাবেক স্ত্রীর বাসায় তাদের ছেলেকে দেখতে যান। এ সময় পিংকী ছেলে দেখতে দেবেন না বলেন।

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

Location :

Dhamrai
ধামরাই থানা
ধামরাই থানা |ফাইল ছবি

ঢাকার ধামরাইয়ে সাবেক স্ত্রীকে কুপিয়ে হত্যার পর বিষপানে আত্মহত্যা করেছেন বদরউদ্দিন (৩৫) নামে এক ব্যক্তি।

বুধবার সকালে ধামরাইয়ের কালামপুর এলাকায় এই ঘটনা ঘটে।

বদরউদ্দিন ধামরাই উপজেলার বাথুলি এলাকার ইনসান আলীর ছেলে।

জানা গেছে, নিহত পিংকী আক্তার (২২) ও বদরউদ্দিনের সিয়াম নামে ৪ বছরের এক ছেলে রয়েছে।

স্থানীয়রা ও পুলিশ জানায়, কালামপুরের আনসার আলীর মেয়ে পিংকি আক্তারের সাথে ছয় মাস আগে বিবাহ বিচ্ছেদ হয় বদরউদ্দিনের। বুধবার সকালে বদরউদ্দিন তার সাবেক স্ত্রীর বাসায় তাদের ছেলেকে দেখতে যান। এ সময় পিংকী ছেলে দেখতে দেবেন না বলেন। তখন তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে বদরউদ্দিন পিংকী আক্তারকে কুপিয়ে হত্যা করেন। হত্যার পর বিষপান করে মেঝেতে অচেতন অবস্থায় নিজেও লুটিয়ে পড়েন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বদরউদ্দিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।

এদিকে নিহত পিংকি আক্তারের বাবা আনছার বলেন, ‘ছয় মাস আগে তার মেয়ের সাথে বদরউদ্দিনের তালাক হয়। আজকে বাসায় কেউ ছিল না। এই সুযোগে মেয়েকে কুপিয়ে হত্যা করে বদরউদ্দিন।’

এ বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, পিংকীকে কুপিয়ে হত্যার পর বদরউদ্দিন বিষপানে আত্মহত্যা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সন্তান নিয়ে বিরোধের জেরে ঘটনাটি ঘটে থাকতে পারে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

তিনি আরো জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।