ফেনীর সোনাগাজীতে ছাত্রশিবিরের উদ্যোগে জুলাই সনদ ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেল ৪টার দিকে পৌর শহরের জিরো পয়েন্টে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
ছাত্রশিবিরের উপজেলা শাখা সভাপতি রফিক উদ্দিন নোবেলের সঞ্চালনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশে ছাত্রশিবিরের ফেনী জেলা সভাপতি আবু হানিফ হেলাল, সেক্রেটারি ইমাম হোসেন আরমান, জেলা এইআরডি সম্পাদক হাসিবুল ইসলামসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা সভাপতি আবু হানিফ হেলাল বলেন, ‘আমরা অনতিবিলম্বে জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতিসহ ঘোষণা দেখতে চাই। একইসাথে জুলাই গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করতে হবে। অন্যথায় আমরা রাজপথে নামতে বাধ্য হব। যারা ফ্যাসিস্ট গণহত্যাকারীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন তাদের হুঁশিয়ার করে দিতে চাই। ইতিহাস কাউকে ক্ষমা করে না। আপনারা আশ্রয়-প্রশ্রয় দিলেও এ দেশের ছাত্র-জনতা গণহত্যাকারীদের যেখানে পাবে সেখানেই প্রতিহত করে আইনের হাতে সোপর্দ করবে।’
তিনি আরো বলেন, ‘আমরা ফ্যাসিস্টদের হাত থেকে জীবন দিয়ে জুলাই ছিনিয়ে এনেছি ঘরে বসে থাকার জন্য নয়। প্রয়োজনে আরেকটি যুদ্ধ হবে গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করার দাবিতে। জুলাই শহীদ মাছুমের হত্যাকারীরা এখনো আমাদের আশপাশে ঘুরছে। তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।’
বিক্ষোভ সমাবেশ শেষে মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণকরে।