খাগড়াছড়ি পার্বত্য জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফসার বলেছেন, ‘দেশ ও দেশের মানুষ যখন বিপদের সম্মুখীন হয়েছে, বার বার জিয়া পরিবার দেশের পাশে দাঁড়িয়েছে।’
শুক্রবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে খাগড়াছড়ি গেইট থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নিয়ে শহরের চেঙ্গী স্কয়ারসহ বিভিন্ন গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরে সমাবেশ করেন তারা।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি দেশ বিরোধী ষড়যন্ত্রের ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।
জেলা বিএনপির সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফসার।
এসময় আরো বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক আব্দুল মালেক মিন্টু, মোশারফ হোসেন, আব্দুর রব রাজা, অনিমেষ চাকমা রিংকুসহ স্থানীয় নেতারা।
বক্তারা আগামী নির্বাচনে দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য সকলকে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানান।



