জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ‘জামায়াত ধর্মের ভিত্তিতে মানুষের মধ্যে বিভাজন করে না। এছাড়া সংখ্যালঘু কনসেপ্টেও বিশ্বাসী নয়। তাই আমরা ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল মানুষের জন্য একটি ন্যায় ও ইনসাফভিত্তিক নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। সবাই এক মায়েরই সন্তান।’
বৃহস্পতিবার (২৮ আগস্ট) লক্ষ্মীপুরের স্থানীয় একটি মিলনায়তনে লক্ষ্মীপুর পৌর সভার ৯ নম্বর ওয়ার্ড আয়োজিত স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. রেজাউল করিম বলেন, ‘সংবিধান অনুযায়ী আমরা সবাই বাংলাদেশী। আমাদের মধ্যে কোনো প্রকার স্তরবিন্যাস বা ভেদাভেদ নেই। মূলত, আমরা সবাই এক আদম থেকে সৃষ্টি হয়েছি। আমরা সবাই এক আল্লাহর সূর্য, আলো, বাতাস ভোগ করি। বাংলাদেশের নতুন স্বাধীনতার জন্য মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সবার রক্ত, ত্যাগ ও অবদান রয়েছে। তাই এ দেশ আমাদের সবার। মূলত, ধর্ম মানুষের মাঝে বিভেদ নয় বরং নৈতিকতা ও মানবতার শিক্ষা দেয়।’
তিনি বলেন, ‘জামায়াত দেশে এমন একটি ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করতে চায় যে সমাজে শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থানে কোনো ধর্মীয় ভেদাভেদ থাকবে না। সকল শ্রেণি ও পেশার মানুষের সম-অধিকার নিশ্চিত করা হবে। সেই স্বপ্নের সমাজ প্রতিষ্ঠায় সবাইকে জামায়াতের হাতকে শক্তিশালী করার আহ্বান রইল।
জামায়াতের এ নেতা বলেন, ‘বর্তমান সরকার ১৮ কোটি মানুষের সমর্থনের সরকার। তারা ক্ষমতায় আসার পর সংস্কার ও বিচারের পর নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবেই তারা রাষ্ট্র সংস্কারের জন্য কতিপয় সংস্কার কমিশন গঠন এবং বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মতবিনিময় করেছেন। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেক বিষয়েই ঐকমত্য হয়েছে। কিন্তু একটি বড় রাজনৈতিক দল এসব সংস্কারকে সাংবিধানিক বা আইনগত ভিত্তি দিতে চায় না। কিন্তু অন্তর্বর্তী সরকারের বৈধতার জন্যই রাষ্ট্রীয় সংস্কারগুলোকে সাংবিধানিক ভিত্তি দিতে হবে।’
তিনি অতীতের নির্বাচনের নামে প্রহসনের কথা উল্লেখ করে বলেন, ‘আমরা অতীতের মতো হাসিনা মার্কা নির্বাচন চাই না। নির্বাচন হতে হবে অবশ্যই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য। নির্বাচনকে গ্রহণযোগ্য করতে জুলাই সনদকে সাংবিধানিক ও আইনি ভিত্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানাই।
মত বিনিময়ের পর ক্যান্সারে আক্রান্ত অসুস্থ এক সনাতনী ব্যক্তির চিকিৎসার খোঁজখবর নিয়ে তাকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এ নেতা।
পৌর জামায়াতের আমির অ্যাডভোকেট আবুল ফারাহ নিশানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ওয়ার্ড যুব বিভাগের সভাপতি আজিম উদ্দিন ও হিন্দু নেতা খোকন প্রমুখ।- বিজ্ঞপ্তি