নওগাঁর পোরশায় ধর্ষণ মামলায় আবুল হাসান (৩৪) নামে এক পল্লী চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১ আগস্ট) পোরশা মিনা বাজারস্থ ন্যাশনাল ড্রাগ হাউস থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আবুল হাসান তেঁতুলিয়া ইউনিয়নের ঠনঠনিয়াপাড়ার মোসলেম উদ্দিনের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, তেঁতুলিয়া গ্রামের রমজান আলীর স্ত্রী কয়েকদিন ধরে জ্বর ঠান্ডায় অসুস্থ থাকায় গতকাল (৩১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে আবুল হাসানের ওষুধের দোকানে যান। এ সময় ওই নারীর প্রেসার মেপে তার ডায়াবেটিস, জরায়ুতে টিউমার ও যৌনাঙ্গে ঘাঁ হয়েছে বলে বেডে শুইতে বলেন আবুল হাসান। পরে বিভিন্ন তালবাহানায় তাকে জোরপূর্বক ধর্ষণ করেন তিনি।
এদিকে বিষয়টি জানাজানি হলে ওই দিন পোরশা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা করেন ভুক্তভোগী ওই নারী। পরে পুলিশ আবুল হাসানকে গ্রেফতার করে। পরবর্তী সময়ে আসামিকে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠানোর পাশাপাশি ভিকটিমকে পরীক্ষা-নিরিক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।