খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) পরিস্থিতি দ্রুততম সময়ে সমাধানের চেষ্টা করছি মন্তব্য করে শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার বলেছেন, ‘হয়ত তাদের একটা তাড়াহুড়ো আছে। তারা চান, তাদের দাবিগুলো মানা হোক। আমরা সেটি সংবেদনশীলতার সাথে দেখছি। আমরা নিয়মের মধ্যে আইন মেনে একটি যুক্তিসংগত সমাধানের চেষ্টা করছি।’
বুধবার (২৩ এপ্রিল) বিকেলে ফরিদপুরে সাহিত্য পরিষদের ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এ সময় শিক্ষা উপদেষ্টা বলেন, ‘একটি অস্থির পরিস্থিতির মধ্য দিয়ে পুরো সমাজ চলেছে। সবকিছু যে রাতারাতি ঠিক হয়ে যাবে সেটিও ঠিক না। আগে দাবি-দাওয়া উত্থাপন করার মতো সুযোগ সুবিধা ছিল না। এবং যখনই কেউ কোনো দাবি-দাওয়া উত্থাপন করত, রাষ্ট্র ঝাপিয়ে পড়তো তার ওপর। এখন সেই অবস্থা নেই।’
কুয়েট প্রসঙ্গে তিনি বলেন, ‘কুয়েটে শিক্ষার্থীদের সাথে সকালে আমরা কথা বলেছি। তাদের যে অনশন সেখানে আমার একটি আহ্বান ছিল। আমি বলেছি, তোমরা এই গরমের মধ্যে আছো। এরই মধ্যে কয়েকজন অসুস্থ হয়ে পড়েছে। তোমরা একটু শান্ত হও, আমরা কাজ শুরু করে দিয়েছি। ছাত্ররা হয়ত ভেবেছে, অতীতের অভিজ্ঞতা থেকে আমরা আমাদের কথা রাখতে পারব না। আমি তাদের নিশ্চিত করেছি, আমরা অতি দ্রুততম সময়ে এটি সমাধান করতে পারব।’
পরে শিক্ষা উপদেষ্টা ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ‘আগামীর শিক্ষা : প্রেক্ষিত বর্তমান’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। সভার শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের প্রতি শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।
ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে এ সময় পুলিশ সুপার মো: আব্দুল জলিলসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।