জেলার অখণ্ডতা রক্ষার দাবিতে কিশোরগঞ্জ বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। শহরে বিক্ষোভ শেষে গুরুদয়াল সরকারি কলেজ চত্বরে বুধবার (২৯ অক্টোবর) দুপুরে এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচি থেকে ভৈরবে ট্রেনে হামলার ঘটনায় তীব্র নিন্দা এবং দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়।
অখণ্ড কিশোরগঞ্জ জেলার রক্ষার মুখপাত্র ও কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক জগলুল হাসান চয়নের সভাপতিত্বে এতে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জের সাবেক আহ্বায়ক ইকরাম হোসেন, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুন সাবেক, সাবেক সদস্য সচিব ফয়সাল প্রিন্স, হয়বত নগর বয়েজ ক্লাবের সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম জনি, কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজ ছাত্রদলের সভাপতি নুসরাত জাহান, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম লিমন, কিশোরগঞ্জ পৌরসভার ৮নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি তরিকুল ইসলাম তুহিন প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন গুরুদয়াল সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শেখ মুদ্দাছির তুসি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জের সাবেক আহ্বায়ক ইকরাম হোসেন বলেন, ‘কিশোরগঞ্জ বিএনপির যিনি দায়িত্বে রয়েছেন শরীফুল আলম। তার বাড়ি ভৈরব এলাকায়। আপনারা উনার মাধ্যমে আপনাদের দাবি সচিবালয়ে, মন্ত্রণালয়ে, উপদেষ্টাদের নিকট পৌঁছান। কিন্তু আপনারা ট্রেন আটকে পাথর নিক্ষেপ করেছেন। হামলা ভাঙচুর করেছেন। সহিংসতা ঘটিয়েছেন। আমরা মনে করি এটা ফ্যাসিস্টের কাজ। আমরা অনতিবিলম্বে এই ঘটনার সাথে যারা জড়িত রয়েছে তাদের গ্রেফতারের দাবি জানাই।
অখণ্ড কিশোরগঞ্জ জেলার রক্ষার মুখপাত্র ও কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক জগলুল হাসান চয়ন বলেন, ‘কিছু সন্ত্রাসী ভৈরবকে জেলা করার দাবিতে যাত্রীবাহী ট্রেনে মধ্যযুগীয় কায়দায় পাথর নিক্ষেপ করেছে। সেদই ঘটনায় সাধারণ যাত্রীরা আহত হয়েছে। আপনারা জেলার দাবি করবেন সেটা আপনাদের ব্যাপার ওইখানে নাক গলাবো না। আমি শুধু বলবো আপনারা ট্রেনে হামলা করে নৈতিকভাবে সেই দাবি যৌক্তিকতা হারিয়েছেন। ট্রেনে হামলার ঘটনায় যে মামলা হয়েছে সে মামলায় অপ্রাপ্তবয়স্ক তিনজনকে গ্রেফতার করেছে। এগুলো না করে যারা এ ঘটনার জন্য দায়ী তাদের প্রত্যেককে গ্রেফতার করতে হবে।’
জগলুল হাসান চয়ন বলেন, ‘এটা মামুর বাড়ির আবদার না যে আপনারা জেলা চাইলেন আর হয়ে গেলো। আমি বলতে চাচ্ছিলাম না কিন্তু এই ঘটনার পর বলতেই হলো। এছাড়াও জেলার দাবিওয়ালারা যে বক্তব্য দিয়েছে একবারে কাণ্ডজ্ঞানহীন। ওরা বলছে রেল, সড়ক, পানি, গ্যাস বন্ধ করে দিবে। আরে ভাই বাংলাদেশটা কি কারো পৈত্রিক সম্পত্তি, মন যা চাইবে তাই করবেন।’



