কটিয়াদীতে জলবায়ু পরিবর্তনে বিতর্ক প্রতিযোগিতা ও দেয়ালিকা প্রকাশ

পাশাপাশি বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: ফখর উদ্দিন ভূঞার (ইমরান) দায়িত্বে জলবায়ু সচেতনতা বিষয়ে একটা বিশেষ দেয়ালিকা ‘সবুজের পাঠশালা’ প্রকাশ করা হয়।

ফখর উদ্দিন ইমরান, কটিয়াদী (কিশোরগঞ্জ)

Location :

Kishoreganj
কটিয়াদীতে জলবায়ু পরিবর্তনে রইছ মাহমুদ উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও দেয়ালিকা প্রকাশ
কটিয়াদীতে জলবায়ু পরিবর্তনে রইছ মাহমুদ উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও দেয়ালিকা প্রকাশ |ছবি : নয়া দিগন্ত

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার রইছ মাহমুদ উচ্চ বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তন ও সচেতনতা বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা এবং ‘সবুজের পাঠশালা’ নামে বিশেষ দেয়ালিকা প্রকাশ করা হয়েছে।

বুধবার (৩০ জুলাই) রইছ মাহমুদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম ইউসুফ মিয়ার সভাপতিত্বে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ও দেয়ালিকা প্রকাশ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শফিকুল আলম, সিনির শিক্ষক মো: হাবিবুর রহমান, মো: ফখর উদ্দিন ভূঞা (ইমরান), সহকারী শিক্ষক আফসানা জামিল, জসিম উদ্দিন, হাফিজুল হক, মো: ওমর ফারুক, নন্দিতা রানী সরকার, সায়েম খান, রৌশনা বেগম, নাশিদ সুলতানা ও শাহরীন সুলতানা প্রমুখ।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মস্তুফা কামালের সঞ্চালয়নায় বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে পক্ষ দলে নবম শ্রেণির তাসমীম আক্তার তৃষা, মিশু আক্তার কারিমা এবং বিপক্ষ দলে একই শ্রেণির মোছা: রিয়ামনি, ফারজনা আক্তার ও দলনেতা হিসেবে মোছা: হাবিবা আক্তার শ্রাবন্তী অংশগ্রহন করে।

এতে বিচারকের দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জালাল উদ্দিন, মো: মাহবুবুর রহমান ও মনোয়ারা বেগম। বিতর্ক প্রতিযোগিতায় বিপক্ষ দল বিজয় লাভ করে।

পাশাপাশি বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: ফখর উদ্দিন ভূঞার (ইমরান) দায়িত্বে জলবায়ু সচেতনতা বিষয়ে একটা বিশেষ দেয়ালিকা ‘সবুজের পাঠশালা’ প্রকাশ করা হয়। দেয়ালিকা সম্পাদনা করেছে বিদ্যালয়ের শিক্ষার্থী হাবিবান আক্তার শ্রাবন্তী, মারিয়া সুলতানা নিভা, নুসরাত জাহান নৌরিন, মারিয়া আক্তার একামনি, নুসরাত জাহান ও মোছা: আক্তার। সবশেষে বিজয়ীয়েদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।