বগুড়ায় বাস-ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত

বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে রংপুর–বগুড়া মহাসড়কের দীঘলকান্দি মাঝিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আবুল কালাম আজাদ, বগুড়া অফিস

Location :

Bogura
নয়া দিগন্ত

বগুড়ায় ট্রাক ও বাসের সংঘর্ষে আব্দুল কাদের নামে ট্রাকের এক হেলপার নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে রংপুর–বগুড়া মহাসড়কের দীঘলকান্দি মাঝিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল কাদেরের বাড়ি টাঙ্গাইল জেলায় বলে জানা গেছে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কের রংপুরগামী লেনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে অজ্ঞাত একটি বাস ধাক্কা দেয়। এতে ট্রাকের হেলপার গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন ও কুন্দারহাট হাইওয়ে পুলিশ তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ‘দুর্ঘটনার পর ট্রাক ও বাস দুটিই সরে যায়। তবে ঘটনাস্থলে পড়ে থাকা সামনের গ্লাস দেখে বাসটি পাভেল এক্সপ্রেস বলে শনাক্ত করা হয়। ওই সময় পেছন থেকে আসা একটি নোহা মাইক্রোবাসও পাভেল এক্সপ্রেস বাসে ধাক্কা দিলে সেটিও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়।’