বরগুনার তালতলীতে দিন দিন বেড়েই চলেছে ডায়রিয়ার প্রকোপ। তীব্র গরম আর দূষিত পানি পানের কারণে এ রোগের বিস্তার ঘটছে বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা।
তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, প্রতিদিন বহির্বিভাগে ২০ থেকে ২৫ জন ডায়রিয়া আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন। এছাড়া হাসপাতালেও ভর্তি করতে হচ্ছে ১০ থেকে ১৫ জনকে। তবে আক্রান্ত রোগীদের মধ্যে অধিকাংশই শিশু।
এদিকে কলেরা স্যালাইনের তীব্র সঙ্কট দেখা দিয়েছে হাসপাতালে। এতে রোগীদের চিকিৎসা ব্যাহত হচ্ছে এবং অনেকেই বিপাকে পড়ছেন বলে জানিয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা: সাঈদী হাসান সোহাগ জানান, রোগী ও তাদের স্বজনদের অজ্ঞতার কারণে অধিকাংশ ক্ষেত্রেই রোগীরা দেরিতে হাসপাতালে আসছেন, ফলে জটিলতা বাড়ছে। এ কারণে প্রতিদিন গড়ে তিনজন রোগীকে পটুয়াখালী অথবা বরিশাল মেডিক্যালে রেফার করা হচ্ছে।
তালতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা: মনিরুল ইসলাম বলেন, ‘সতর্কতা ও জনসচেতনতার মাধ্যমে এ পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব। বিশুদ্ধ পানি পান ও স্বাস্থ্যবিধি মানার বিষয়ে জনসাধারণকে সচেতন হতে হবে।’