কক্সবাজার-টেকনাফ মহাসড়কের হোয়াইক্যং ইউনিয়নের তুলাতলি এলাকায় বালুবোঝাই ডাম্পার উল্টে এক যুবক নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরো তিনজন।
রোববার (৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো: এবাদুল্লাহ (৩০) উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৭ এর বাসিন্দা এবং ডাম্পারের হেলপার ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বালুবোঝাই ডাম্পারটি পালংখালী থেকে হ্নীলা যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই হেলপার এবাদুল্লাহ মারা যান। এ সময় আহত হওয়া তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে কাছের হাসপাতালে ভর্তি করান।
এ বিষয়ে হোয়াইক্যং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নুরুল আবছার বলেন, ‘ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় একজন মারা গেছেন এবং তিনজন আহত হয়েছেন। নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। একইসাথে ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’
এদিকে মহাসড়কে অতিরিক্ত বালুবোঝাই যানবাহনের অনিয়ন্ত্রণ গতি ও বেপরোয়া চালনা দুর্ঘটনার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা মহাসড়কে দুর্ঘটনা রোধে কঠোর নজরদারির দাবি জানান।