গাইবান্ধার গোবিন্দগঞ্জে জামায়াতের মিছিলে গুলিবর্ষণ মামলার অন্যতম আসামি শীর্ষ সন্ত্রাসী রায়হান মোহাম্মদ মোস্তফা কামাল সুমন (৪২) ওরফে কেরু সুমনকে গ্রেফতার করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।
শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে সুমন সাবেক এমপি আবুল কালাম আজাদ ও পৌর মেয়র মুকিতুর রহমানের আস্থাভাজন ছিল। এ দু’জনের কাঁধে ভর করে তিনি সন্ত্রাসী কর্মকাণ্ডসহ নানা ধরণের অপরাধ করে আসছে। তার বিরুদ্ধে হত্যা চেষ্টা, গুলিবর্ষণসহ একাধিক মামলা রয়েছে থানায়। এর আগেও গত বছর তিনি হত্যা প্রচেষ্টার ২ নম্বর আসামি হিসেবে এক মাস জেল খেটে জামিনে বেরিয়ে আসেন। জামিনে আসার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্যসন্ত্রাসের মাধ্যমে সরকারকে বেকায়দায় ফেলানো, জামায়াত বিএনপির ব্যক্তিদের বিরুদ্ধে নানা ধরণের উস্কানীমূলক বক্তব্য দিয়ে আসছিলেন।
পুলিশ আরো জানান, তিনি এজাহারভুক্ত আসামি। গত বছরের ১৯ এপ্রিল জামায়াত নেতা আজাদুল ইসলামের করা গুলিবর্ষণ মামলায় তাকে গ্রেফতার দেখোনো হয়েছে। ওই মামলার তিনি অন্যতম আসামি। মামলার বাদি আজাদুল ইসলাম ওই সময় গুলিবিদ্ধ হয়ে পঙ্গুত্ব নিয়ে জীবন-যাপন করছেন।
উল্লেখ্য ২০১৪ সালে জামায়াত সমর্থিত নির্বাচিত ভাইস চেয়ারম্যান নুরুন নবী প্রধান কে দায়িত্ব পালনে বাধা দানের প্রতিবাদে সাধারণ জনগণ মিছিল বের করলে সুমনসহ আওয়ামী সন্ত্রাসীরা মিছিলে গুলিবর্ষণ করে। গুলিবর্ষণের ফলে বহু লোক আহত হয়। আহতের মধ্যে মামলার বাদি আজাদুলও ছিলেন। তার একটি পা পঙ্গু হয়ে গেছে। সে সময় থানা পুলিশ মামলা না নেয়ায় গত বছরের ১৯ এপ্রিল আজাদুল বাদি হয়ে গোবিন্দগঞ্জ থানায় মামলা করেন।



