আবদুল আউয়াল মিন্টু

বৃহৎ জনগোষ্ঠীকে বেকার রেখে কোনো দেশই অর্থনৈতিকভাবে উন্নতি করতে পারে না

‘বৃহৎ জনগোষ্ঠীকে বেকার রেখে কোনো দেশই অর্থনৈতিকভাবে উন্নতি করতে পারে না। তাই এই দেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে হলে সবার আগে কর্মসংস্থান তৈরি করে বেকার সমস্যার সামাধান করতে হবে।’

সোনাগাজী (ফেনী) সংবাদদাতা

Location :

Sonagazi
সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নে পথসভায় আবদুল আউয়াল মিন্টু
সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নে পথসভায় আবদুল আউয়াল মিন্টু |নয়া দিগন্ত

ফেনী-৩ (সোনাগাজী-দাগনভুঞা) আসনে জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীষ প্রতীকের প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, ‘বৃহৎ জনগোষ্ঠীকে বেকার রেখে কোনো দেশই অর্থনৈতিকভাবে উন্নতি করতে পারে না। তাই এই দেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে হলে সবার আগে কর্মসংস্থান তৈরি করে বেকার সমস্যার সামাধান করতে হবে। তবেই দেশ অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে সক্ষম হবে। আর এই বেকার সমস্যা সামাধানে বিএনপির একটি বৃহৎ পরিকল্পনা রয়েছে।

বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নে পথসভায় এসব বলেন তিনি।

আব্দুল আউয়াল মিন্টু আরো বলেন, যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে কর্মসংস্থান তৈরি করা। আগামী নির্বাচনে বিএনপি বিজয়ী হলে দেশের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ও বেকার সমস্যা সামাধানে বৃহৎ পরিকল্পনা রয়েছে। বর্তমান বাংলাদেশে যে নাজুক অর্থনৈতিক অবস্থা তা থেকে উত্তরণের জন্য এ মুহুর্তে বিএনপিকেই প্রয়োজন। বিএনপির অতিত অভিজ্ঞতা রয়েছে দেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার। সে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বিএনপি দেশকে শক্তিশালী অর্থনীতির দেশ হিসেবে গড়ে তুলবে।

এসময় বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট শাহানা আক্তার শানু, সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু, সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন সেন্টু, সোনাগাজী উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞা, সদস্য সচিব ইমাম হোসেন পবির, মতিগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিন উদ্দিন দোলন ও যুবদল নেতা কবির খান প্রমুখ উপস্থিত ছিলেন।