চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পুকুরে ডুবে সোহা নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার বৈরাগ মোহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
শিশু সোহা ওই গ্রামের মো: শাখাওয়াত হোসেন শাকিলের মেয়ে।
স্থানীয়রা জানায়, দুপুরে পরিবারের সদস্যদের অজান্তে শিশুটি বাড়ির উঠানে খেলতে খেলতে পাশের পুকুরপাড়ে চলে যায়। কিছুক্ষণ পর তাকে কোথাও দেখতে না পেয়ে পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে বাড়ির পাশে থাকা পুকুরে শিশুটিকে পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির চাচা নাজিম উদ্দীন বলেন, ‘বাড়ির সামনেই পুকুর থাকায় খেলতে খেলতে সে সবার অগোচরে সেখানে চলে যায়। পরে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।‘
এ বিষয়ে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা: উপমা জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়।



