নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে নিজের ছোড়া হাতবোমার বিস্ফোরণে এক ডাকাত নিহত হয়েছেন। এ সময় গণপিটুনিতে আরো দু’জন আহত হয়েছেন।
শনিবার (১৬ আগস্ট) ভোরে এ ঘটনা ঘটে।
জানা যায়, নৌপথে এসে কলাগাছিয়া বাজার-সংলগ্ন বাড়িগুলোতে ডাকাতির চেষ্টা চালায় ডাকাত দল। টের পেয়ে স্থানীয়রা লাঠিসোটা নিয়ে ধাওয়া দেয়। ধাওয়া থেকে বাঁচতে এক ডাকাত হাতবোমা ছোড়ে, যা বিস্ফোরিত হয়ে তার হাত উড়িয়ে দেয়। আহত অবস্থায় নদীতে ঝাঁপ দিলে কিছুক্ষণ পর পুলিশ লাশ উদ্ধার করে।
গণপিটুনিতে গুরুতর আহত দু’ ডাকাতকে এলাকাবাসী পুলিশের সহায়তায় হাসপাতালে পাঠায়।
নারায়ণগঞ্জ সদর নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো: রকিবুল হোসেন জানান, নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় পরিচয় উদ্ঘাটন সম্ভব হয়নি।