কেন্দুয়া (নেত্রকোনা) সংবাদদাতা
নেত্রকোনার কেন্দুয়ায় আবুল কালাম (৩০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত করা হয়েছে নিহতের বড়ভাই শাহ আলমকে (৪৫)।
শনিবার (১৭ মে) সন্ধ্যার পর কেন্দুয়া পৌরসভার আইথর সেনবাড়ি মোড়ে এ ঘটনা ঘটে।
জানা যায়, কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের ব্রাহ্মণজাত গ্রামের মৃত আ: হেকিম ফকিরের ছেলে আজিজুল হকের (৫০) সাথে কেন্দুয়া পৌরসভার আইথর মহল্লার মৃত খুরশিদ মিয়ার ছেলে আ: হান্নান (৫২) গংদের দীর্ঘদিন ধরে ওয়ারিশান জমি সংক্রান্ত বিরোধ চলছিল। তারা পরস্পর মামাতো-ফুফাতো ভাই।
ঘটনার দিন আজিজুল হক দলবলসহ আ: হান্নানের বাড়িতে এসে ঝগড়াঝাটি করেন। এক পর্যায়ে আজিজুল গংরা হান্নানের খালাতো ভাই নিহত আবুল কালামের লিচু গাছ কেটে ফেলেন এবং গোয়াল ঘর থেকে গরু নিয়ে রওনা দেন। এসময় নিহত কালাম ও তার বড় ভাই শাহ আলম বাধা দিলে মারামারির সৃষ্টি হয়। এক পর্যায়ে আজিজুল গংরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আবুল কালাম ও শাহ আলমকে মারাত্মকভাবে আহত করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে গুরুতর আহত আবুল কালামকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে রাতেই তার মৃত্যু হয়।’
বিষয়টি নিশ্চিত করে কেন্দুয়া থানার ডিউটি অফিসার মো: শহিদুল ইসলাম রোববার বেলা সাড়ে ৩টার দিকে জানান, ‘এখনো মামলা হয়নি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রয়েছে।’