সিলেট জেলা জামায়াতের আমির ও সিলেট- ১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, ‘গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের মূল্য বৈষম্যহীন বাংলাদেশ। তরুণ প্রজন্ম আমাদের ভারতের তাঁবেদার রাষ্ট্র থেকে সত্যিকার স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছে। গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন, সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত মানবিক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।‘
বুধবার (৬ আগস্ট) বিকেলে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের উদ্যোগে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের এক বছরপূর্তি উপলক্ষে শহীদ ও আহতদের স্মরণে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট আলীম উদ্দিনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো: আব্দুল খালিকের পরিচালনায় ২ নম্বর জেলা বার হলে অনুষ্ঠিত আলোচনা সভায় বারের বিপুল সংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমির ড. নূরুল ইসলাম বাবুল, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মো: সামছুল হক ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো: আব্দুর রকীব।
এছাড়া বক্তব্য রাখেন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট জামিল আহমদ রাজু, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আজিম উদ্দিন, জেলা কর আইনজীবী সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট সফিকুল ইসলাম, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আবুল খায়ের হেলাল, ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন শামীম, অ্যাডিশনাল পিপি অ্যাডভোকেট জোৎস্না ইসলাম, অ্যাডভোকেট মাসহুদ আহমদ চৌধুরী মহসিন, অ্যাডিশনাল জিপি অ্যাডভোকেট নাজমুল হুদা, কর আইনজীবী বাহাউদ্দিন বাহার, সুনামগঞ্জ-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট ইয়াসীন খান, জুলাই আন্দোলনে আহত আইনজীবী অ্যাডভোকেট ফয়েজ আহমদ, এপিপি অ্যাডভোকেট আবদাল মিয়া তালুকদার ও জেলা বারের সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট রবিউল ইসলাম।
এ সময় সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট গিয়াস উদ্দীন আহমদ, অ্যাডভোকেট মাসুক আহমদ চৌধুরী, অ্যাডভোকেট মর্তুজা আহমদ চৌধুরী, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম সোহাগ, অ্যাডভোকেট সেলিম মো: আলী আসগর, অ্যাডভোকেট রহমত আলী, অ্যাডভোকেট কামরুজ্জামান, অ্যাডভোকেট মুমিনুজ্জামান, অ্যাডভোকেট মইনুল ইসলাম ও অ্যাডভোকেট কাজী আতিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।