বান্দরবানে খালেদা জিয়ার রুহের শান্তি কামনায় মন্দিরে মন্দিরে প্রদীপ প্রজ্জ্বলন

জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে বিকেলে দোয়া মাহফিল ও কোরআন খতমের আয়োজন করা হয়। এছাড়া জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

মিনারুল হক, বান্দরবান

Location :

Bandarban
বান্দরবান শহরের উজানী পাড়া বৌদ্ধ মন্দিরে প্রদীপ প্রজ্জ্বলন
বান্দরবান শহরের উজানী পাড়া বৌদ্ধ মন্দিরে প্রদীপ প্রজ্জ্বলন |নয়া দিগন্ত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের শান্তি কামনায় বান্দরবান জেলা ও উপজেলার বিভিন্ন মন্দিরে প্রদীপ প্রজ্জ্বলন করা হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যায় শহরের উজানী পাড়া মন্দিরে প্রদীপ প্রজ্বলন ও রুহের শান্তি কামনায় প্রার্থনার আয়োজন করা হয়। এছাড়া উপজেলা পর্যায়ের মন্দিরগুলোতেও প্রার্থনা ও প্রদীপ প্রজ্জ্বলনের আয়োজন করা হয়।

উজানী পাড়া মন্দিরে প্রদীপ প্রজ্বলনের সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরীসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, দায়ক-দায়িকা ও স্থানীয় ধর্মপ্রাণ নারী-পুরুষ।

এদিকে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে বিকেলে দোয়া মাহফিল ও কোরআন খতমের আয়োজন করা হয়। এছাড়া জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।