রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেছেন, ‘আগামীর বাংলাদেশ হবে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত বৈষম্যহীন বাংলাদেশ, আর এর নেতৃত্বে থাকবে ইসলামী দলগুলো। কোরআন ও হাদিসের আলোকে দেশকে দুর্নীতি ও শোষণমুক্ত করে গড়ে তোলা হবে। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় সারাদেশে যে গণজোয়ার শুরু হয়েছে, সেই জোয়ারে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সাম্য ও সম্প্রীতির বাংলাদেশ গড়তে ঐক্যের কোনো বিকল্প নেই।’
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া শহর শাখা আয়োজিত কর্মী ও সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।
মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় ইসলামী রাষ্ট্র গঠন ও পরিচালনা জরুরি। তা না হলে ফ্যাসিস্টদের মতো দেশে নৈরাজ্য ও সন্ত্রাস সৃষ্টি হবে। ফ্যাসিস্ট সরকার দীর্ঘদিন ইসলামী দলগুলোকে অন্যায়, অত্যাচার ও নিপীড়নের মাধ্যমে কোণঠাসা করে রেখেছিল। জেল-জুলুম ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার। কিন্তু ৫ আগস্টের পর আমরা নতুনভাবে জাগতে শুরু করেছি। আমাদের আর কেউ থামাতে পারবে না ইনশাআল্লাহ।’
তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ভোট দিতে না পারার কষ্টে ভুগছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা কোরআন ও হাদিসের আলোকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় সঠিক প্রতীকে রায় দেবে। সারাদেশে ইসলামের জয়জয়কার অবস্থা তৈরি হয়েছে। জনগণ সব সরকারের কার্যক্রম দেখেছে, সবই ছিল ভ্রান্ত। আগামী নির্বাচনে দেশের মানুষ ইসলামী দলগুলোর পক্ষে রায় দিয়ে কল্যাণকর রাষ্ট্র দেখতে চায়।’
ভিপি বলেন, ‘দেশের আলেম-ওলামা দীর্ঘদিন নিপীড়িত ছিল। এখন সবাই মন খুলে কথা বলতে পারছেন, এটাই ছিল জুলাই-আগস্টের স্বাধীনতার ফল। আর এ স্বাধীনতাকে অর্থবহ করতে আগামী নির্বাচনে জনগণ ইসলামী দলগুলোকেই বেছে নেবে ইনশাআল্লাহ।’
শহর জামায়াতের আমির এনামুল হকের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য সাবেক জেলা আমির অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মহসিন, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক ফরহাদ হোসাইন, জেলা আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম, সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দার, ডাকসুর কার্যনির্বাহী সদস্য তাজিনুর রহমান, ইসলামী আন্দোলন কুষ্টিয়ার সেক্রেটারি জি এম তওহিদ আনোয়ার, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাজহারুল হক মোমিন, খাইরুল ইসলাম রবীন, পেশাজীবী সভাপতি মাহাবুবুর রহমান হামীম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কুষ্টিয়া জেলা সেক্রেটারি ইমরান হোসেন, শহর সভাপতি হাফেজ আবু ইউসুফ ও শিবির নেতা আব্দুল আলিম।



