চুয়াডাঙ্গা জেলা শহরের টাউন মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ও ১০ দলীয় জোটের সমর্থনে একটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। আগামীকাল সোমবার (২৬ জানুয়ারি) দুপুর ২টায় শুরু হতে যাওয়া ওই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম ও জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোবারক হোসাইন।
এছাড়া বক্তব্য রাখবেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি ও চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল ও আব্দুল কাদের, ইসলামী ছাত্রশিবির চুয়াডাঙ্গা জেলা সভাপতি সাগর আহমেদসহ উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
আয়োজকরা জানিয়েছেন, জনসভা উপলক্ষে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। জেলাজুড়ে চলছে ব্যাপক প্রচার-প্রচারণা। মঞ্চসহ সার্বিক প্রস্তুতি সরেজমিনে পরিদর্শন করছেন জামায়াতের জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।
চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাসুদ পারভেজ রাসেল বলেন, ‘কেন্দ্রীয় আমিরের আগমনকে ঘিরে দলীয় নেতাকর্মী ও স্থানীয় জনগণের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তিনি চুয়াডাঙ্গার মানুষের জন্য আশীর্বাদ হয়ে আসছেন। জনসভায় জেলার উন্নয়ন, অবহেলিত মানুষের অধিকার ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় নানা প্রতিশ্রুতি দেয়া হবে।’
জনসভায় জেলার বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত থাকবেন বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।



