মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে শ্রীনগরে বিক্ষোভ

মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির ঘোষিত প্রাথমিক মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বুধবার (৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শ্রীনগরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে শ্রীনগরে বিক্ষোভ
মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে শ্রীনগরে বিক্ষোভ |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির ঘোষিত প্রাথমিক মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে শ্রীনগরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শ্রীনগর উপজেলা মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলা সদর প্রদক্ষিণ শেষে ছনবাড়ী বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

বিক্ষোভে অংশ নেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মমিন আলীসহ স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

এ সময় কর্মীরা ‘মনোনয়ন পুনর্বিবেচনা চাই’, ‘তৃণমূলের মতামতের কদর করুন’—এমন নানা স্লোগান দেন।

বক্তারা অভিযোগ করেন, মনোনয়ন প্রক্রিয়ায় তৃণমূলের মতামত যথাযথভাবে প্রতিফলিত হয়নি। দীর্ঘদিন ধরে মাঠে থেকে যারা দলের জন্য কাজ করেছেন, তাদের উপেক্ষা করা হলে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে হতাশা তৈরি হবে।

বক্তারা আরো বলেন, দলীয় ঐক্য রক্ষায় জনগণের পছন্দের যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থীকে মনোনয়ন দিতে হবে। অন্যথায় নেতাকর্মীদের মধ্যে বিভক্তি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেন তারা।