‘গণসংযোগ পক্ষ’ উপলক্ষে দিনাজপুরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ এপ্রিল) দিনাজপুর জেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও দিনাজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমান।
দিনাজপুর শহর জামায়াতের আমির সিরাজুস সালেহীনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন দিনাজপুর জেলা সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হক, ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল দিনাজপুর লিমিটেডের পরিচালক অধ্যাপক এ এস এম ইব্রাহীম, জামায়াত নেতা তৈয়ব আলী, দিনাজপুর সদর উপজেলা আমির প্রভাষক মেহরাব আলী।
দিনাজপুর শহর জামায়াতের সহকারী সেক্রেটারি সোহেল রানা ও অ্যাডভোকেট তোজাম্মেল হক বকুলের সঞ্চালনায় এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, দিনাজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্ত ঘোষ, দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র পরিচালক মানবেন্দ্র দাস মনোজ, জুয়েলারি মালিক সমিতির সাবেক সভাপতি অনিল কর্মকার, ধর্মপক্ষের মুখপাত্র দেবারূপ সাহা প্রমুখ।
সভায় বক্তারা জামায়াতে ইসলামীর ভূয়সী প্রশংসা করেন। বিশেষ করে এই আয়োজনের জন্য জামায়াতের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন সনাতন নেতারা।
বক্তারা বলেন, ‘এ দেশ আমাদের সবার। আমরা হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টান সবাই একযোগে দেশের কল্যাণে কাজ করব। ধর্মভেদে ভেদাভেদ সৃষ্টি করে একটি মহল এত দিন ফায়দা লুটার চেষ্টা করেছে। এখন সবাই সচেতন। কোনো একটি পক্ষ যাতে এমন সুযোগ নিতে না পারে সেজন্য সবাইকে সজাগ ও সচেতন থাকতে হবে।’
মতবিনিময় সভা শেষে জামায়াতের কর্মসূচি ও বক্তব্যে উদ্ধুদ্ধ হয়ে বেশ কয়েকজন সনাতন ধর্মাবলম্বী ব্যক্তি জামায়াতে ইসলামীতে যোগ দেন।