চিরিরবন্দর আত্রাই নদীতে অজ্ঞাত পরিচয় ২ যুবকের লাশ উদ্ধার

বেলা ১২টার দিকে পুলিশ ঘটনা স্থলে পৌঁছায় এবং লাশ দু’টিকে উদ্ধার করে। তাদের পরনে ছিল ইন করা প্যান্ট শার্ট।

সাদাকাত আলী খান, দিনাজপুর

Location :

Chirirbandar
অজ্ঞাত পরিচয় লাশ
অজ্ঞাত পরিচয় লাশ |নয়া দিগন্ত

দিনাজপুরের চিরিরবন্দর সীমান্তে লক্ষীতলা বাজারের আত্রাই নদীতে অজ্ঞাত পরিচয় দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ দু’টিকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে নেয়া হয়েছে।

সোমবার (১২) সকাল ১০টার দিকে ৯ নম্বর ভিয়াইল ইউনিয়নের নদীর ধারে লাশ দু’টি দেখতে পান স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শিরা জানায়, সকাল ১০টার দিকে চিরিরবন্দরের ৯ নম্বর ভিয়াইল ইউনিয়নের নদীর ধারে লাশ দু’টি দেখতে পান স্থানীয়রা। সাথে সাথে চিরিরবন্দর থানা পুলিশকে জানানো হলে বেলা ১২টার দিকে পুলিশ ঘটনার স্থলে পৌঁছায় এবং লাশ দু’টিকে উদ্ধার করে। তাদের পরনে ছিল ইন করা প্যান্ট শার্ট। উদ্ধারের সময়ে লাশ দু’টিকে অর্ধগলিত অবস্থায় পাওয়া যায়। তাদের পায়ের কিছু অংশ ছুরির আঘাতে ক্ষতবিক্ষত ছিল। ময়নাতদন্তের জন্য লাশ দু’টিকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে নেয়া হয়েছে।

ধারণা করা যাচ্ছে কোনো দুর্বৃত্তচক্র পরিকল্পিতভাবে তাদেরকে হত্যা করে নদীতে ফেলে দিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা যায় যে, একজনের বয়স আনুমানিক ২৮ ও অপর জনের বয়স আনুমানিক ২৪ বছর। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের কোনো দাবিদার পাওয়া যায়নি। এ ব্যাপারে চিরিরবন্দর থানায় মামলা হয়েছে বলে পুলিশ জানায়।

Topics