মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুরে বাসচাপায় মহম্মদ আলী (৪৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।
শনিবার (৫ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত মহম্মদ আলী বিনোদপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুর ১টার দিকে মহম্মদপুর থেকে মাগুরামুখী একটি বাস বিনোদপুর বাজারে একটি ভ্যানে ধাক্কা দেয়। ভ্যানে থাকা চালক বাসচাপায় ঘটনাস্থলেই মারা যান।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান জানান, বাসটি আটক করা হয়েছে। নিহত ভ্যানচালকের লাশ উদ্ধার করা হয়েছে। আইনিব্যবস্থা নেয়া হচ্ছে।