গাজীপুর-৬ (বৃহত্তর টঙ্গী) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. হাফিজুর রহমান নির্বাচনী প্রচারণায় মাইলফলক অর্জন করেছেন। গত ১২ অক্টোবর থেকে নির্বাচনী প্রচারণা শুরু করে গতকাল ৪৪ নম্বর ওয়ার্ডে সফরের মাধ্যমে আসনের ২৩টি ওয়ার্ডে জনসম্মুখে পৌঁছান এ নেতা। তার প্রচারণাকে ঘিরে নেতাকর্মী ও স্থানীয় জনতার মাঝে উচ্ছ্বাস দেখা গেছে।
প্রচারণার সময় স্থানীয় মানুষের সাথে সরাসরি সংযোগ এবং তাদের সমস্যা শোনা ও সমাধানের আশ্বাস দিতে দেখা গেছে জামায়াতের এ প্রার্থীকে। ফলে দলীয় ও স্থানীয় পর্যায়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
নির্বাচনী মাঠে ড. হাফিজুর রহমানের এ উদ্দীপনা ও জনগণের সাথে আন্তরিক সংযোগকে কেন্দ্র করে সমর্থকরা মনে করছেন, আসন্ন নির্বাচনে গণতান্ত্রিকভাবে পরিবর্তনের সম্ভাবনা তৈরি হচ্ছে।
এদিকে ড. হাফিজুর রহমান তার ফেসবুকে লেখেন, ‘গণমানুষের যে ভালোবাসা পেয়েছি তা সত্যিই ঐতিহাসিক। মানুষের মুখের হাসি, চোখের চাহনি ও অধিকাংশের সরাসরি ভোট দেয়ার অঙ্গীকার আমাদের আশ্বস্ত করেছে। গাজীপুরের মানুষ পরিবর্তন চায়। এ জন্য তারা দাঁড়িপাল্লাকেই বেছে নেবে, ইনশাআল্লাহ।’



