কুমিল্লার চান্দিনায় সাবিনা আক্তার (২৭) নামে এক গৃহবধূকে শ্বাসরুদ্ধ করে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে স্বামী আবুল খায়েরকে আটক করেছে পুলিশ।
রোববার (৭ ডিসেম্বর) রাতে উপজেলার গল্লাই ইউনিয়নের হোসেনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
সাবিনা আক্তার ওই গ্রামের মো: আবুল খায়েরের স্ত্রী এবং একই উপজেলার মহিচাইল ইউনিয়নের হারালদার গ্রামের ময়নাল হোসেনের মেয়ে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
স্থানীয় সূত্রে জানায়, প্রায় ১২ বছর আগে ওই দম্পতির বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। রোববার রাতে স্বামী আবুল খায়ের উত্তেজিত হয়ে সাবিনা আক্তারকে মারধর করেন। একপর্যায়ে গলায় রশি পেঁচিয়ে ও বাথরুমের বালতির পানিতে মাথা চুবিয়ে তাকে হত্যা করেন।
নিহতের পিতা ময়নাল হোসেন বলেন, ‘খবর পেয়ে আমরা রাতেই ওই বাড়িতে গিয়ে বাথরুমে আমার মেয়ের লাশ পড়ে থাকতে দেখি। স্থানীয়দের সহযোগিতায় আবুল খায়েরকে আটক করে পুলিশে খবর দেই।’
চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আতিকুর রহমান জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। স্বামী আবুল খায়েরকে আটক করা হয়েছে। তদন্তসাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।



