তাফহীমুল ইসলাম, বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা
বাঁশখালীতে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলা গোয়েন্দা শাখা ও বাঁশখালী থানার যৌথ অভিযানে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র-এলজিসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে বাঁশখালী থানাধীন ডায়াবেটিক হাসপাতালের সামনে চেকপোস্ট বসিয়ে তল্লাশিকালে একটি ট্রাকের ভেতর থেকে এ অস্ত্র উদ্ধার ও গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন আহম্মদ মোস্তফা (২৬) ও অনিক কান্তি দে (২৪)। তাদের বাড়ি কক্সবাজার জেলার মহেশখালী থানার হোয়ানক এলাকায়।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদ সাইফুল্লাহ জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বাঁশখালী থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।



