মোংলা বাসস্ট্যান্ডে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে বাংলাদেশ কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে মোংলা থেকে চট্টগ্রামগামী বেশ কয়েকটি পরিবহন কোম্পানির বিরুদ্ধে ভাড়া বেশি নেয়ার প্রমাণ পাওয়া গেলে, যাত্রীদের কাছ থেকে আদায়কৃত অতিরিক্ত অর্থ তাৎক্ষণিকভাবে ফেরত দেয়া হয়।
সোমবার (১৬ জুন) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ জানান, ‘যাত্রীদের অধিকার রক্ষার লক্ষে রোববার থেকে এ অভিযান শুরু হয়। অভিযানে অভিযুক্ত পরিবহন কর্তৃপক্ষের কাছ থেকে ভবিষ্যতে অতিরিক্ত ভাড়া না নেয়ার লিখিত মুচলেকা নেয়া হয়েছে।’
অভিযানের সময় জিএস ট্রাভেলস, ইভান পরিবহন, বিএম লাইন ও রয়েল পরিবহনের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া নেয়ার বিষয়টি প্রমাণিত হয়। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার পাশাপাশি যাত্রীদের অর্থ ফেরত দেয়া হয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ আরো জানান, যাত্রী হয়রানি রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।