নীলফামারীতে গণমাধ্যমকর্মীদের সাথে জেলা জামায়াতের মতবিনিময়

বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখা প্রেসক্লাবের হলরুমে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছে।

নীলফামারী প্রতিনিধি
নীলফামারীতে গণমাধ্যমকর্মীদের সাথে জেলা জামায়াতের মতবিনিময়
নীলফামারীতে গণমাধ্যমকর্মীদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় |নয়া দিগন্ত

গণমাধ্যমকর্মীদের সাথে প্রেসক্লাবের হলরুমে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখা।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

নীলফামারী শহর জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মামুনুর রশিদ পাটোয়ারীর সঞ্চালনায় মতবিনিময় সভায় আরো বক্তব্য দেন জেলা নায়েবে আমির ডক্টর খায়রুল আনাম, সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু, জেলা প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি প্রভাষক ছাদের হোসেন, সদর উপজেলা আমির মাওলানা আবু হানিফা শাহ, শহর আমির অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সেক্রেটারি অ্যাডভোকেট আনিছুর রহমান আজাদ, নীলফামারী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান, সেক্রেটারি নুর আলম প্রমূখ।

মতবিনিময় সভায় জামায়াত নেতারা বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরে আমরা এভাবে প্রেসক্লাবে বসে আপনাদের সাথে কথা বলতে পারেনি। তাদের মামলা ও হামলার কারণে আমরা স্বাভাবিকভাবে কোনো কর্মসূচি পালন করতে পারিনি। সাংবাদিকরাও নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশন করতে পারেনি। এখন ফ্যাসিস্টরা নেই। আমরা আশা করব দেশ ও জাতির কল্যাণে সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে।

এইচএন