দুমকিতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলচালক নিহত

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার লেবুখালী কাঁঠালতলা সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Location :

Patuakhali
সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলচালক নিহত
সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলচালক নিহত |নয়া দিগন্ত

জসিম উদ্দিন, দুমকি (পটুয়াখালী)

পটুয়াখালীর দুমকিতে অটোবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলচালক জুনায়েদ (২২) নিহত হয়েছেন। এছাড়া দুর্ঘটনায় মোটরসাইকেলের অপর এক যাত্রী গুরুতর আহত হন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার লেবুখালী কাঁঠালতলা সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দ্রুত গতিতে আসা একটি অটোবাইক বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক জুনায়েদ মারা যান। এ সময় তার সাথে থাকা জিহাদ ছিটকে পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পরপরই নিহত জুনায়েদের স্বজনরা তার লাশ ঘটনাস্থল থেকে নিয়ে যান। এছাড়া গুরুতর আহত জিহাদকে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে দুমকি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। দুমকি থানার উপ-পরিদর্শক (এসআই) মো: সহিদুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের কোনো সন্ধান পায়নি। তবে দুর্ঘটনাকবলিত অটোবাইক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।