কোটালীপাড়ায় আওয়ামী লীগ ও যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

‘গত ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে কোটালীপাড়ার ওয়াবদার হাট নামক স্থানে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ জড়ো হয়ে মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভ মিছিল করে।’

Location :

Gopalganj
কোটালীপাড়ায় আওয়ামী লীগ ও যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
কোটালীপাড়ায় আওয়ামী লীগ ও যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার |নয়া দিগন্ত

কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা

বিশেষ ক্ষমতা আইনের মামলায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আওয়ামী লীগ ও যুবলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে ও শুক্রবার (১৫ আগস্ট) সকালে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কোটালীপাড়া থানা পুলিশ তাদের গ্রেফতার করে।

গ্রেফতাররা হলেন- সিতাইকৃন্ড গ্রামের আজিজ হাওলাদারের ছেলে কামাল হাওলাদার (৪৫), বর্ষাপাড়া গ্রামের আলিল বিশ্বাসের ছেলে মোরসালিন বিশ্বাস (৩৫), চিতশী গ্রামের মকবুল মুন্সীর ছেলে হাফিজুর রহমান মুন্সী ও পিঞ্জুরী গ্রামের রফিক তালুকদারের ছেলে আকাশ তালুকদার (২৫), তারাকান্দ গ্রামের রবিউল শেখের ছেলে বেল্লাল শেখ (২১)।

গ্রেফতার কামাল হাওলাদার কোটালীপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত মামলার এজাহার ভুক্ত নামধারী আসামি।

কোটালীপাড়া উপ-পরিদর্শক আল-আমিন বলেন, ‘গত ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে কোটালীপাড়া উপজেলার ওয়াবদার হাট নামক স্থানে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ জড়ো হয়ে মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভ মিছিল করে। এতে জনমনে আতঙ্ক সৃষ্টি ও জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।

এ ঘটনায় পুলিশ ১৫৫ জনকে জ্ঞাত ও এক হাজার ৫০০ জনকে অজ্ঞাত দেখিয়ে কোটালীপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে। এই মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মী কামাল হাওলাদার, মোরসালিন বিশ্বাস, হাফিজুর রহমান মুন্সী, আকাশ তালুকদার ও বেল্লাল শেখকে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।’

তিনি আরো বলেন, ‘ওইদিন গ্রেফতারকৃতরা মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন। আমরা ভিডিও ফুটেজ দেখে তাদেরকে গ্রেফতার করেছি। এ পর্যন্ত এই মামলায় ৫০ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

এদিকে বেল্লাল শেখকে ছাত্রদলের কর্মী হিসেবে উল্লেখ করে গ্রেফতারে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) পোষ্ট দিয়েছেন উপজেলা যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।