সিলেটে বিপুল পরিমাণে ইয়াবাসহ আটক ১

সিলেটগামী একটি নীল রংয়ের পিকআপকে থামানোর সংকেত দিলে সেটি থামিয়ে এক ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা করে। র‌্যাব তাকে আটক করে পিকআপে তল্লাশি চালায়।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেটে বিপুল পরিমাণে ইয়াবাসহ আটক মো: আনোয়ার হোসেন
সিলেটে বিপুল পরিমাণে ইয়াবাসহ আটক মো: আনোয়ার হোসেন |নয়া দিগন্ত

সিলেটে সাড়ে ১৫ হাজার পিস ইয়াবার চালানসহ এক মাদককারবারিকে আটক করেছে র‌্যাব-৯।

রোববার (১০ আগস্ট) র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহীদুল ইসলাম সোহাগ এ তথ্য নিশ্চিত করেন। এর আগে শনিবার রাতে সিলেটের গোলাপগঞ্জ থানার শ্রীরামপুর বাইপাস এলাকা তাকে আটক করা হয়।

আটক মো: আনোয়ার হোসেন (৪০) বিয়ানীবাজার উপজেলার পইলগ্রামের মরহুম আব্দুল বারীর ছেলে।

র‌্যাব সূত্রে জানা গেছে, শনিবার (৯ আগস্ট) রাতে গোলাপগঞ্জ থানাধীন শ্রীরামপুর বাইপাস এলাকায় বিভিন্ন যানবাহনে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় সিলেটগামী একটি নীল রংয়ের পিকআপকে থামানোর সংকেত দিলে সেটি থামিয়ে এক ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা করে। র‌্যাব তাকে আটক করে পিকআপে তল্লাশি চালায়। এসময় গাড়ির ড্রাইভিং সিটের পাশে একটি নীল রংয়ের পলিথিনের ভেতর রক্ষিত অবস্থায় ৭৮টি কালো প্যাকেট থেকে মোট ১৫ হাজার ৫৩৯ পিস ইয়াবা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৩৮ লাখ ৮৫ হাজার টাকা।

আটক মো: আনোয়ার হোসেনকে গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাব কর্মকর্তা কে এম শহীদুল ইসলাম সোহাগ।