লক্ষ্মীপুরে বিএনপি নেতা বেলাল হোসেনের ঘরে তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন দেয়ার ঘটনায় মৃত্যু হয়েছে তার বড় মেয়েও। মৃত্যুর সাথে ছয়দিন লড়াই করে মারা যায় স্মৃতি আক্তার।
১৮ বছর বয়সী স্মৃতি আক্তারের ৯০ শতাংশ শরীর দগ্ধ হয়েছিল বলে জানিয়েছেন বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দীন।
এর আগে, গত শুক্রবার গভীর রাতে (১৯ ডিসেম্বর) লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেনের বাড়িতে গভীর রাতে আগুন দেয় দুর্বৃত্তরা। এই ঘটনায় তার ছোট মেয়ে সাত বছর বয়সী আয়েশা আক্তারের মৃত্যু হয়।
পরিবার ও স্থানীয়রা জানায়, বেলাল হোসেন চরমনসা এলাকায় নিজ ঘরে রাতে স্ত্রী-সন্তান নিয়ে ঘুমিয়ে ছিলেন। এ সময় ঘরের দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। মূহুর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় ঘুমান্ত শিশু আয়েশা বেগম বিনতি আগুনে পুড়ে মারা যায়। অগ্নিদগ্ধ হন বেলাল হোসেন ও তার দুই মেয়ে বিথি আক্তার ও স্মৃতি আক্তার।
পরে স্থানীয়রা অগ্নিদগ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বিথী ও স্মৃতিকে ঢাকা বার্ণ ইউনিটে পাঠানো হয়।



