ঢাকার সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের থানা বাসস্ট্যান্ড এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় নাঈমুল ইসলাম (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (পরিদর্শক) মো: সালেহ আহমেদ তার মৃত্যুর বিষয় নিশ্চিত করেন।
এর আগে রোববার রাত সাড়ে ১২টার দিকে আরিচাগামী লেনে রং সাইডে মোটরসাইকেল চালানোর সময় একটি বাস তাকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত নাঈমুল ইসলাম সাভার সরকারি কলেজের এইচএসসি ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্র।