জানানো হবে বিদায়। জড়ো হয়েছেন এলাকার হাজারো মানুষ। কেউ কেউ হাজির হয়েছেন হাতে ফলমূল নিয়ে। পরক্ষণে তুলা হলো হাতির পিঠে। একপর্যায়ে চড়িয়ে বিদায় জানানো হলো তাকে। এমন অভিনব পন্থায় আবেগ প্রকাশ করে শিক্ষককে বিদায় দিয়েছেন এলাকার মানুষজন। যেন মাথার মুকুট হিসেবে শিক্ষকের স্থানকে আবারো ফুটিয়ে তুলা হলো। যেখানে কমতি রাখা হয়নি সম্মান আর ভালোবাসার।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে হাতির পিঠে চড়িয়ে এমন সংবর্ধনা দেয়া হয় বগুড়া সারিয়াকান্দি উপজেলার ছাইহাটা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো: আওরঙ্গজেব স্বপনকে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাইহাটা ডিগ্রি কলেজের সভাপতি জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট নূর-এ-আজম বাবু। বিশেষ অতিথি ছিলেন ছাইহাটা ডিগ্রি কলেজ সারিয়াকান্দি বগুড়ার সাবেক সভাপতি মো: আবুল কালাম আজাদ ও কলেজের প্রতিষ্ঠাতা মো: মিল্লাত হোসেন মিঠু।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সারিয়াকান্দি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম, বিদায়ী অধ্যক্ষের সহধর্মিণী মনিজা বেগম, সন্তান আদনান সৌরভ, চন্দন ভাইশা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মো: ইউনুস আলী।
এ সময় ছাইহাটা ডিগ্রি কলেজের গভর্নিং বডির সদস্য মো: মহসিন আলী, মো: আজিজুল হক, অধ্যাপক আব্দুল বাসেদ, আব্দুল ওয়াদুদ, উম্মে কুলসুম শাপলা, ছাইহাটা কেএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুর আলম, জোড়গাছা ফাজিল ডিগ্রি মাদরাসার প্রভাষক আবদুল নূর, জোড়গাছা বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো: শহিদুল ইসলাম, ছাইহাটা পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী জিন্নাহ, ছাইহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুন নূর ইসলাম, ডোমকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ইসমাইল হোসেন, শিক্ষক বজলার রহমান এনামুল হক, আব্দুল কাদের, আবু তালেব, আরিফুর রেজাসহ বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থাপনা করেন হাবিবুর রহমান আকন্দ ও মিজানুর রহমান।